আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিবের কলকাতা। মাঠে নামার আগে অনুশীলনের সময় সাকিব বলেন, ‘কয়েক দিন পরই (আজ) প্রথম ম্যাচ। আমরা সবাই এর জন্য প্রস্তুত। আমাদের সমর্থন করতে থাকুন। আমি আশা করছি, কেকেআর আসরের দ্বিতীয়ভাগে অসাধারণ খেলবে।’
তবে কোহলির ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ একাদশে থাকার সম্ভাবনা কম। থাকলেও খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটির জন্য কলকাতার সম্ভাব্য একাদশের তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে সাকিবকে মূল একাদশে রাখা হয়নি। যদি এখন কলকাতার কর্তৃপক্ষ শেষ মূহুর্তে দলে পরিবর্তন আনতে চায় তাহলে হয়তো সাকিবের জায়গা হয়ে যেতে পারে। তবে এ সম্ভাবনা খুবই কম।
সাকিবের বদলে অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্যারিবিয়ান সুপারস্টার সুনীল নারিন। বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে হবে ম্যাচটি।