আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল প্রথম কোয়ালিফায়ারে ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে পরাজিত করে চেন্নাই সুপার কিংস ফাইনালে ওঠে ।
.@Ruutu1331 is adjudged Man of the Match for his brilliant knock of 70 as #CSK win by 4 wickets in #Qualifier1.#VIVOIPL pic.twitter.com/vrqD35NAFn
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
সিএসকেকে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল এবং বলটি ছিল টম কারানার হাতে। চেন্নাইয়ের অধিনায়ক এমএস ধোনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ২ বলে বাকি থাকতে ৬ উইকেটে জয় তুলে নেয় চেন্নাই।
রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে ৬ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই জয়ের জন্য ১৭৩ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই নবমবারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে।