আইপিএলের এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৪ উইকেটে জেতালেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। খবর হিন্দুস্তান টাইমসের।
The finisher and his weapons ⚔️@Sah75official #KKR #RCBvKKR #Playoffs #AmiKKR #IPL2021 pic.twitter.com/hhB09T7WdG
— KolkataKnightRiders (@KKRiders) October 11, 2021
আজ শারজায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এলিমিনেটরে টস জিতে ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আরসিবির ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে ।
জয়ের জন্য ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৯.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয়।
কলকাতার শেষ ওভারে দরকার ছিল ৭ রান। শেষ ওভারের ক্রিশ্চিয়ানের প্রথম বলেই চার মারেন শাকিব। দ্বিতীয় বলে ১ রান নেন। তৃতীয় বলে মরগান ১ রান নেন এবং চতুর্থ বলে ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন সাকিব।
The Knights come up trumps in the battle of nerves 💪#RCBvKKR #KKR #AmiKKR #IPL2021 pic.twitter.com/kxABfgxLd4
— KolkataKnightRiders (@KKRiders) October 11, 2021
সাকিব ৯ ও মরগান ৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ের সুবাদে ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএল ২০২১-এর দ্বিতীয় কোয়ালিফায়ারের খেলার যোগ্যতা অর্জন করে কলকাতা।