আইপিএলের দ্বিতীয় অংশে কলকাতা নাইট রাইডার্সে অনেকটা ব্রাত্যই হয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। সতীর্থদের অফফর্মে যেই না জায়গা পেলেন দলে, আবারও প্রমাণ করলেন নিজেকে। গত রাতে এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুকে হারানোয় দারুণ অবদান রেখেছিলেন তিনি।

বিশ্বকাপের দেশে বিশ্বকাপের আগে দারুণ ফর্মে আছেন দলের সেরা তারকা, বিষয়টাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বিসিবি। আর তাই বিসিবি পরিচালক আকরাম খান জানালেন, আইপিএল শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

গতকাল রাতে সাকিব যখন খেলছেন কলকাতার হয়ে, তখনই উন্মোচিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হলেন আকরাম। জানালেন বিষয়টি ইতিবাচক দৃষ্টিতেই দেখা হচ্ছে। বললেন, ‘খেলোয়াড়রা বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলতে পারবে তত ভালো। বিশেষ করে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, এটা ওর (সাকিব) জন্য, দলের জন্যও ভালো।’

কখন দলের সঙ্গে যোগ দেবেন সাকিব? সে প্রশ্নের উত্তরে আকরাম বললেন, ‘সে ওখানে খেলছে সেটা আমাদের জন্য ভালো, যখনই খেলা শেষ হবে, তখনই সে দলের সঙ্গে যোগ দেবে। সাকিব আর মুস্তাফিজের বিষয়ে আমরা চিন্তিত নই, যেহেতু ওরা ওখানেই আছে, আর ওখানেই খেলছে। আর বাকিরা অনুশীলনে আছে। ওরা যখনই ফ্রি হবে, চলে আসবে।’

বিশ্বকাপের ঠিক আগে টানা তিন সিরিজ জয় বাংলাদেশের আত্মবিশ্বাসের পারদটা চড়িয়ে দিয়েছে। ফিটনেস আর ফর্ম ধরে রাখলে বিশ্বকাপেও সেটা ধরে রাখবে বাংলাদেশ, আশা আকরামের।

বিসিবি কর্তার ভাষ্য, ‘বাংলাদেশ দল যতগুলো বিশ্বকাপ খেলেছে, এবার আল্লাহর রহমতে ভালো অবস্থান নিয়ে গিয়েছে। আপনারা জানেন আমরা এর আগে তিনটা সিরিজ জিতেছি, প্রস্তুতি ম্যাচটাও ভালো করেছি। গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের ফিটনেস ও ফর্ম। দুটো জিনিষ যদি ভালো থাকে, তো ইন শা আল্লাহ বাংলাদেশ দল ভালো করবে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচগুলো কীভাবে খেলব। তো সবাই যদি সেনসিবল ক্রিকেট খেলে, তাহলে আমরা ভালো করব।’

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here