আইপিএল শুরু হওয়ার দুইদিন আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের রদবদল হল। মহেন্দ্র সিং ধোনি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। তার জায়গায় দায়িত্ব নেবেন রবীন্দ্র জাদেজা। সিএসকে তাদের টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা করেছে।
📑 Official Statement 📑#WhistlePodu #Yellove 💛🦁 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
৩৩ বছর বয়সী জাদেজা ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংস দলের দলের সঙ্গে রয়েছেন। ধোনি ১৪ বছর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন।
এবার চেন্নাই দল জাদেজা, ধোনি সহ ৪ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। এই মওসুমের জন্য জাদেজাকে ১৬ কোটি রুপি, ধোনি ১২ কোটি রুপি, মঈন আলিকে ৮ কোটি এবং ঋতুরাজ গায়কওয়াদকে ৬ কোটিতে ধরে রাখা হয়েছে।
মহেন্দ্র সিং ধোনি আইপিএলের শুরু অর্থাৎ ২০০৮ থেকে দলের নেতৃত্বে ছিলেন। ২১৩ ম্যাচে অধিনায়কত্ব করে ১৩০টি ম্যাচ জিতেছেন তিনি। তার নেতৃত্বে চেন্নাই ৪ বার আইপিএল শিরোপা জিতেছে।
২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চার বারের চ্যাম্পিয়ন সিএসকে তাদের প্রথম ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করবে ।