আইপিএল ২০২২-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে রাজস্থান রয়্যালস। ১৪ বছর পর আইপিএলের ফাইনালে উঠেছে রয়্যালস। ২০০৮ সালে রাজস্থান রয়্যালস আইপিএল চ্যাম্পিয়ন হয়।
.@josbuttler set the stage on fire with an unbeaten ton in Qualifier 2 to power @rajasthanroyals to the #TATAIPL 2022 Final & bagged the Player of the Match award. 👏 👏 #RRvRCB
Scorecard ▶️ https://t.co/orwLrIaXo3 pic.twitter.com/8gKLVQTAlc
— IndianPremierLeague (@IPL) May 27, 2022
ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভারে ১৫৭ রান করে এবং ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬১ রান তুলে ম্যাচ জিতে যায় রয়্যালস। জস বাটলার ৬৬ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন । ২০২২ সালের আইপিএলে এটি এই খেলোয়াড়ের চতুর্থ সেঞ্চুরি। ২০১৬ মৌসুমে কোহলি ৪টি সেঞ্চুরি করেছিলেন।
২৯ মে হার্দিক পান্ডিয়ার মুখোমুখি হবে কেরালার তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন।