চার বছর পর সাকিব আল হাসান আবারও টেস্টে পাঁচ উইকেট নিলেন। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনে মিরপুর টেস্টে দলীয় ১৬৩.৩ ওভারে লঙ্কান প্রবীণ জয়াবিক্রমাকে আউট করে শিকার করেন পাঁচ উইকেট।
1⃣9⃣th Test five-wicket haul 👏
Take a bow, Shakib Al Hasan 🙌 pic.twitter.com/X3SLE9Ba3y
— ICC (@ICC) May 26, 2022
এছাড়া মিরপুর টেস্টে সাকিবের বলে আউট হয়েছেন কুশল মেন্ডিস(৪৩.১ ওভারে), লঙ্কান অধিনায়ক করুনারত্নে(৫৫.৬ ওভারে), ধনাঞ্জয়া ডি সিলভা(৮৭.৫ ওভারে), নিরোশান ডিকভেলা (১৫৯.৫ ওভারে)ও জয়াবিক্রমা (১৬৩.৩) ওভারে আউট হন ।
সবশেষ ২০১৮ সালের জুলাইতে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন সাকিব। ওই টেস্টে হেরে গেলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সাকিব ১৭ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে পেয়েছিলেন ৬ উইকেট।
Shakib claims six as Windies collapse to 129 all out in their second innings – Bangladesh are set a target of 335 to win!#WIvBAN LIVE ➡️ https://t.co/AeaKOyOHTf pic.twitter.com/xG5hpGAOrP
— ICC (@ICC) July 14, 2018
এই নিয়ে সাকিব টেস্ট ক্রিকেটে ১৯তম বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন সাকিব। এর মধ্যে দেশের মাটিতে ১৫ বার, বাকি পাঁচবার নিয়েছেন বিদেশের মাটিতে। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার তৃতীয় ৫ উইকেট। এ পর্যন্ত সাদা পোশাকে তিনি ৬১টি ম্যাচ খেলে ২২৪টি উইকেট শিকার করেছেন ।