রাশিদ খানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দল দেয়ার ঠিক ২২ মিনিট পর নিজেকে অধিনায়কের পদ থেকে সরিয়ে নেন এ তারকা স্পিনার।
টুইটারে এক বার্তা দিয়ে অধিনায়কত্ব না করার ঘোষণা দেন রাশিদ। তার সরে যাওয়ার এক দিনের ভেতর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে এসিবি। মোহাম্মদ নাবিকে দেয়া হয়েছে দলের অধিনায়কত্বের গুরুভার।
মূলত দল নির্বাচনে রাশদের মতামত না নেয়ার কারণে অধিনায়কত্ব থেকে সরে যান তিনি। আর সেটি স্পষ্টই জানিয়েছেন তার টুইট বার্তায়।
তিনি দাবি করেন, দীর্ঘদিন দলের বাইরে থাকা বেশ কিছু সিনিয়র ক্রিকেটার হুট করে ঢুকে পড়েছেন বিশ্বকাপের দলে। যার ফলে সেটি ভালো পারফর্ম করা নতুন খেলোয়াড়দের জন্য অনৈতিক একটি বিষয় বলে তার মনে হয়েছে।
টুইট বার্তায় রাশিদ খান বলেন, ‘দলের অধিনায়ক ও জাতির জন্য দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার অধিকার রয়েছে নির্বাচক কমিটিতে থাকার। এখানকার নির্বাচক কমিটি ও এসিবি টি-টোয়েন্টি দলের খেলোয়ার নির্বাচনে আমার কোনো পরামর্শ রাখেনি। আমি আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’