আইসিসি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, এবারের বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা।
📢 Prize money announced for the 2021 ICC Men's #T20WorldCup.
More 👇https://t.co/ebEhDCWYQp
— ICC (@ICC) October 10, 2021
রানার্স আপ দল চ্যাম্পিয়ন দলের থেকে অর্ধেক ৮ লাখ ডলার পাবে । এছাড়া সেমিফাইনালে যে দুটি দল হেরে যাবে তারা পাবে ৪ লাখ ডলার করে।
এবারের আসরে অংশ নেওয়া ১৬টি দলই আর্থিক সহায়তা পাবে। রাউন্ড ওয়ানের বিজয়ী দলও প্রাইজমানি পাবে। এই পর্বে প্রত্যেক ম্যাচ জয়ী দল বোনাস পাবে ৪০ হাজার ডলার করে। এছাড়া প্রথম পর্বে যে দলগুলো বাদ পড়বে তারা পাবে ৪০ হাজার ডলার করে মোট ১ লাখ ৬০ হাজার ডলার।
আগামী ১৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো শুরু হবে। এরপর শুরু হবে মূল পর্বের খেলা। ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর ।