আজ সুপার-১২ এর ৪০তম ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে কিউই দলের সেমিফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে গেল। তবে, ভারত বিশ্বকাপ থেকে বিদায় নিল ।
New Zealand are into the semis 👏#T20WorldCup | #NZvAFG | https://t.co/paShoZpj88 pic.twitter.com/PRo6Ulw4Dk
— T20 World Cup (@T20WorldCup) November 7, 2021
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ব্যাটসম্যানরা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করে। নাজিবুল্লাহ জাদরান সর্বোচ্চ ৭৩ রান করেন । ট্রেন্ট বোল্ট ৩ উইকেট ও টিম সাউদি নেন ২ উইকেট।
১২৫ রানের লক্ষ্য কিউই দল ১৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য ১২৫ রান সংগ্রহ করে । নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন জুটি তৃতীয় উইকেটে ৫৬ বলে ৬৮ রান যোগ করে দলকে জয় এনে দেন।
উইলিয়ামসন ৪২ বলে অপরাজিত ৪০ এবং কনওয়ে ৩২ বলে অপরাজিত ৩৬ রান করেন।
নিউজিল্যান্ডের জয়ে ভারতীয় দলের সেমিফাইনালে ওঠার আশাও শেষ হয়ে গেল। সুপার-১২ এর প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হার। তার পর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজয় ভারতের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায়।
আগামীকাল নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়ে গেল ভারতের।