২০২১ সালের টি-২০ বিশ্বকাপের শিরোপা পেল অস্ট্রেলিয়া । ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের অনবদ্য ব্যাটিং শৈলীতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে ১৪ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।
👑 𝑪𝑯𝑨𝑴𝑷𝑰𝑶𝑵𝑺 👑 #T20WorldCup #T20WorldCupFinal pic.twitter.com/ip8vSnupO7
— T20 World Cup (@T20WorldCup) November 14, 2021
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে সর্বোচ্চ ১৭২ রান করে। কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৪৮ বলে ৮৫ রান করেন । এছাড়া ৩৫ বল খেলে ২৮ রান করে অ্যাডাম জাম্পার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ উঠিয়ে বিদায় নেন গাপটিল।
অজিদের হয়ে জশ হ্যাজেলউড ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট নেন।
১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অজিদের শুরুটা ভাল ছিলনা । তৃতীয় ওভারে তৃতীয় বলে অ্যারন ফিঞ্চের (৫) উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এরপর ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ ৫৯ বলে ৯২ রান যোগ করে দলকে দ্বিতীয় উইকেটে শক্ত অবস্থানে নিয়ে যান। ওয়ার্নার ৫৩ রানে বোল্টের বলে আউট হলে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ মিলে ৩৯ বলে ৬৬ রান যোগ করে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন ।
মিচেল মার্শ ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ২৮ রান করে নট-আউট থাকেন গ্লেন ম্যাক্সওয়েল।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ডেভিড ওয়ার্নার ও ম্যাচ সেরা হয়েছেন মিচেল মার্শ ।
Australia are the 𝐖𝐈𝐍𝐍𝐄𝐑𝐒 of the #T20WorldCup 2021 🏆#T20WorldCupFinal | #NZvAUS | https://t.co/50horpfG97 pic.twitter.com/JYKoseZTWl
— ICC (@ICC) November 14, 2021