অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বাকি মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ দলের জন্য মোট ৫৬ লক্ষ ডলার বাংলাদেশি অর্থমূল্যে যা ৫৬ কোটি টাকার সমান প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
The prize pot for the 2022 #T20WorldCup in Australia has been revealed 👀
Full details 👇https://t.co/Vl507PynsJ
— ICC (@ICC) September 30, 2022
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক এই সংস্থাটি। এরমধ্যে আসরে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ১৬ লাখ ইউএস ডলার বাংলাদেশের অর্থমূল্যে যা ১৬ কোটি টাকার সমান। এবং রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের ঠিক অর্ধেক অর্থাৎ ৮ লাখ ডলার।
একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি
চ্যাম্পিয়ন: ১.৬ মিলিয়ন ডলার
রানার্সআপ: ৮ লাখ ডলার
সেমিফাইনালে পরাজিত প্রতিটি দল: ৪ লাখ ডলার
সুপার টুয়েলভে প্রতি ম্যাচের বিজয়ী দল: ৪০ হাজার ডলার
সুপার টুয়েলভ থেকে বাদ পড়া প্রতিটি দল: ৭০ হাজার ডলার
প্রথম পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল: ৪০ হাজার ডলার