২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর থেকে এবারের আসর শুরু হবে। বিশ্বকাপের প্রথম পর্বের লড়াই শুরু হবে শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার ম্যাচ দিয়ে।
খেলার আরও খবরঃ
- How to Watch T20 World Cupঃ কোন টিভি চ্যানেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে?
- T20 World Cup Bangladesh Squad: টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সৌম্য ও শরীফুল
২৪ অক্টোবর হোবার্টে প্রথম পর্বে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে। এই আসরে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপের দুটি সেমিফাইনাল হবে যথাক্রমে ৯ ও ১০ নভেম্বর। ১৩ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ।
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ – ফলাফল | ভেন্যু |
২৪ অক্টোবর | সকাল ১০টা | বাংলাদেশ বনাম ‘এ’ গ্রুপে রানার্সআপ দল | হোবার্ট |
২৭ অক্টোবর | সকাল ৯টা | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | সিডনি |
৩০ অক্টোবর | সকাল ৯টা | বাংলাদেশ বনাম প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে রানার্সআপ দল | ব্রিসবেন |
২ নভেম্বর | দুপুর ২টা | বাংলাদেশ বনাম ভারত | অ্যাডিলেড |
৬ নভেম্বর | সকাল ১০টা | বাংলাদেশ বনাম পাকিস্তান | অ্যাডিলেড |