এইচএসসি ও সমমানের পরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন, রবিবার থেকে শুরু হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল রোধে সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে সকল কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন। এবার মোট ১৪ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষার সূচনা: ৩০ জুন, ২০২৪ (রবিবার)

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা:

  • মোট: ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন
  • ছাত্র: ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন
  • ছাত্রী: ৭ লাখ ৫০৯ জন

পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান:

  • মোট কেন্দ্র: ২ হাজার ৭২৫টি
  • মোট শিক্ষাপ্রতিষ্ঠান: ৯ হাজার ৪৬৩টি

বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা:

  • ৯টি সাধারণ শিক্ষা বোর্ড: ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৮৮ হাজার ৭৬ জন
  • কারিগরি শিক্ষা বোর্ড: ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন

এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি:

সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ড:

  • তত্ত্বীয় বা লিখিত: ৩০ জুন – ১১ আগস্ট
  • ব্যবহারিক: ১২ আগস্ট – ২১ আগস্ট

কারিগরি শিক্ষা বোর্ড:

  • তত্ত্বীয়: ৩০ জুন – ১৮ জুলাই
  • ব্যবহারিক: ১৯ জুলাই – ৪ আগস্ট

বিদেশে পরীক্ষা কেন্দ্র: ২৮১টি (জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন, সাহাম ওমান)

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
  • পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস এর মাধ্যমে প্রশ্নপত্রের সেট কোড জানানো হবে।
  • ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন/ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।
  • পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
  • সকল কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

বিশেষ সক্ষম পরীক্ষার্থীদের জন্য সুবিধা:

  • দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রালপালসি প্রতিবন্ধী এবং হাত না থাকা প্রতিবন্ধীরা স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে।
  • শ্রবণ প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।

বিশেষ দ্রষ্টব্য: এখানে উল্লেখিত এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ সংক্রান্ত তথ্য যেকোনো সময় পরিবর্তন হতে পারে। সর্বশেষ ও নির্ভুল তথ্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রকাশিত সময়সূচি দেখুন।

বাংলাদেশের শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট অ্যাড্রেস:

ক্রমিক নংশিক্ষা বোর্ডসমূহের নামওয়েবসাইট
০১বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttps://bteb.gov.bd/
০২বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttps://bmeb.gov.bd/
০৩মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttps://www.dhakaeducationboard.gov.bd/
০৪মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttps://web.bise-ctg.gov.bd/bisectg
০৫মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttps://comillaboard.portal.gov.bd/
০৬মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttps://rajshahieducationboard.gov.bd/
০৭মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttps://www.jessoreboard.gov.bd/
০৮মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttps://www.barisalboard.gov.bd/
০৯মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttps://sylhetboard.gov.bd/
১০মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttps://dinajpureducationboard.gov.bd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here