বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারসহ একাধিক স্থানে বসেছিল এর ৯৪তম আসর। স্থানীয় সময় রোববার (২৭ এপ্রিল রাতে) এই অনুষ্ঠান শুরু হয়। অর্থাৎ বাংলাদেশের দর্শকরা এটি দেখতে পান সোমবার (২৮ এপ্রিল) ৭টায়।

আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এবারই প্রথম তিন জন নারী অস্কার মঞ্চে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ।

২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। সেরা চলচ্চিত্র, oskaসেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।

৯৪তম অস্কারের বিজয়ী তালিকা-
সেরা চলচ্চিত্র
কোডা

সেরা অভিনেতা
উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রী
জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)

সেরা পার্শ্ব-অভিনেতা
ট্রয় কটসার (কোডা)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালক
জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা মৌলিক চিত্রনাট্য
বেলফাস্ট (কেনেথ ব্রানা)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
কোডা (শন হেডার)

সেরা চিত্রগ্রহণ
ডুন (গ্রেগ ফ্রেজার)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
এনক্যান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)

সেরা প্রামাণ্যচিত্র
সামার অব সৌল (…অর, হোয়েন দ্য রেভোল্যুশন কুড নট বি টেলিভাইসড)

সেরা পোশাক পরিকল্পনা
ক্রুয়েলা (জেনি বেভান)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
ডুন (পল ল্যাম্বার্ট, ট্রিস্টান মাইলস, ব্রায়ান কনোর, জার্ড নেফজার)

সেরা মৌলিক গান
নো টাইম টু ডাই (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল, ছবি: নো টাইম টু ডাই)

সেরা মৌলিক আবহ সংগীত
ডুন (হ্যান্স জিমার)

সেরা শিল্প নির্দেশনা
ডুন (প্যাট্রিস ভেরমেট, সুজানা সিপোস)

সেরা শব্দ
ডুন (ম্যাক রুথ, মার্ক ম্যাঞ্জিনি, থিও গ্রিন, ডাগ হেম্ফিল, রন বার্টলেট)

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
দ্য আইস অব টেমি ফেই (লিন্ডা ডাউডস, স্টেফানি ইনগ্রাম, জাস্টিন র্যালে)

সেরা চলচ্চিত্র সম্পাদনা
ডুন (জো ওয়াকার)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য লং গুডবাই (আনেল কারিয়া, রিজ আহমেদ)

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
দ্য কুইন অব বাস্কেটবল (বেন প্রাউডফুট)

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি
দ্য উইন্ডশিল্ড ওয়াইপার (আলবার্তো মিয়েলগো, লিও সানচেজ)

সম্মানসূচক অস্কার
আমেরিকান অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন
অভিনেত্রী-নির্মাতা এলায়েন মে
নরওয়ের অভিনেত্রী-নির্মাতা লিভ আলম্যান

জিন হার্শোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড
আমেরিকান অভিনেতা ড্যানি গ্লোভার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here