বিশ্বের অন্যতম নামি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব বুধবার এই অ্যাওয়ার্ডের ৭৮তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এ বছর চলচ্চিত্র ক্যাটগরিতে সর্বোচ্চ ছয়টি মনোনয়ন জিতেছে ‘মাঙ্ক’। ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’, ‘দ্য ফাদার’, ‘প্রমিসিং ইয়ং ওম্যান’ এবং ‘নোমাডল্যান্ড’ জিতেছে চারটি করে মনোনয়ন।
দেশ-বিদেশের সেরা চলচ্চিত্র, টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের সেরা অনুষ্ঠানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া সম্মানজনক পুরস্কার এটি। মার্কিন অভিনেত্রী ও প্রযোজক সারা জেসিকা পার্কার ও অভিনেত্রী তারাজি পি হেনসন এই মনোনয়ন অনুষ্ঠান উপস্থাপনা করেন।
এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক ৭২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনীতপ্রাপ্তদের তালিকা :
সেরা সিনেমা (ড্রামা): ‘দ্য ফাদার’, ‘মাঙ্ক’, ‘নোমাডল্যান্ড’, ‘প্রমিসিং ইয়ং ওম্যান’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’।
সেরা সিনেমা (মিউজিক্যাল/কমেডি): ‘বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’, ‘হ্যামিলটন’, ‘মিউজিক’, ‘পাম স্প্রিংস’, ‘দ্য প্রম’।
সেরা অভিনেত্রী- মোশন পিকচার (ড্রামা): ভায়োলা ডেভিস, আন্ড্রা ডে, ভ্যানেসা কার্বি, ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, ক্যারি মুলিগ্যান।
সেরা অভিনেতা-মোশন পিকচার (ড্রামা): রিজ আহমেদ, চ্যাডউইক বোজম্যান, অ্যান্থনি হপকিন্স, গ্যারি ওল্ডম্যান, তাহের রহিম।
সেরা অভিনেত্রী- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): মারিয়া বাকালোভা, কেড হাডসন, মিশেল পাইফার, রোজামুন্ড পাইক, আনিয়া টেলর-জয়।
সেরা অভিনেতা- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): সাশা ব্যারন কোহেন, জেমস করডেন, লিন-ম্যানুয়েল মিরান্ডা, দেব প্যাটেল, অ্যান্ডি স্যামবার্গ।
সেরা পার্শ্ব অভিনেত্রী (মোশন পিকচার্স): গ্লেন ক্লোজ, অলিভিয়া কোলম্যান, জোডি ফস্টার, আমান্ডা সিফ্রাইড, হেলেনা জেঙ্গেল।
সেরা পার্শ্ব অভিনেতা (মোশন পিকচার্স): সাশা ব্যারন কোহেন, ড্যানিয়েল কালুইয়া, জারেড লেটো, বিল মারে, লেসলি ওডোম জুনিয়র।
সেরা পরিচালক (মোশান পিকচার): এমারেল্ড ফেনেল, ডেভিড ফিঞ্চার, রেজিনা কিং, অ্যারন সরকিন, ক্লোয়ে ঝাও।
সেরা চিত্রনাট্য: ‘প্রমিসিং ইয়ং ওম্যান’, ‘মাঙ্ক’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’, ‘দ্য ফাদার’, ‘নোমাডল্যান্ড’।
সেরা সিনেমা (অ্যানিমেটেড): ‘দ্য ক্রুডস: অ্যা নিউ এজ’, ‘অনওয়ার্ড’, ‘ওভার দ্য মুন’, ‘সৌল’, ‘উলফওয়াকার্স’।
সেরা বিদেশি ভাষার সিনেমা: ‘অ্যানাদার রাউন্ড’ (ডেনমার্ক), ‘লা লোরোনা’ (গুয়াতেমালা), ‘দ্য লাইফ অ্যাহেড’ (ইতালি), ‘মিনারি’ (যুক্তরাষ্ট্র), ‘টু অব আস’ (ফ্রান্স)।
সেরা ড্রামা সিরিজ: ‘দ্য ক্রাউন’, ‘লাভক্র্যাফট কান্ট্রি’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’, ‘ওজার্ক’, ‘র্যাচড’।
সেরা মিউক্যাল/কমেডি সিরিজ: ‘এমিলি ইন প্যারিস’, ‘দ্য ফ্লাইট অ্যাটেনড্যান্ট’, ‘শিট’স ক্রিক’, ‘দ্য গ্রেট’, ‘টেড লাসো’।
সেরা টেলিভিশন মোশন পিকচার: ‘নরমাল পিপল’, ‘দ্য কুইন’স গ্যাম্বিট’, ‘স্মল অ্যাক্স’, ‘দ্য আনডুইং’, ‘আনঅর্থোডক্স’।
সেরা অভিনেত্রী (টেলিভিশন মোশন পিকচার): কেট ব্ল্যানচেট, ডেইজি এডগার-জোন্স, শিরা হাস, নিকোল কিডম্যান, আনিয়া টেলর-জয়।
সেরা অভিনেতা (টেলিভিশন মোশন পিকচাস): ব্রায়ান ক্রানস্টন, জেফ ড্যানিয়েলস, হিউ গ্র্যান্ট, এথান হক, মার্ক রাফেলো।
সেরা টিভি অভিনেত্রী (ড্রামা সিরিজ): অলিভিয়া কোলম্যান, জোডি কোমার, এমা করিন, লরা লিনি, সারা পলসন।
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): জেসন বেইটম্যান, জশ ও’কনোর, বব ওডেনকার্ক, আল পাচিনো, ম্যাথিউ রিস।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): লিলি কলিন্স, ক্যালি কুওকো, এল ফ্যানিং, জেন লেভি, ক্যাথেরিন ও’হারা।
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): ডন শিডল, নিকোলাস হল্ট, ইউজিন লেভি, জেসন সুডেইকিস, রামি ইউসেফ।
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৭৮ত গোল্ডেন গ্লোবের চূড়ান্ত আসর। অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় থাকবেন মার্কিন অভিনেত্রী এনা ফে এবং অ্যামি পোহেলার। সূত্র: ইন্ডিয়া টুডে