করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা এস এম মহসীন।

রবিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনাভাইরাসের কারণে ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন।

রাশেদ মহসীন গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাবার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছিল।

মঞ্চ ও টেলিভিশনে চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন এস এম মহসীন। ২০২০ সালে তাকে একুশে পদক প্রদান করে সরকার। দীর্ঘদিন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here