মিস ইউনিভার্স হয়েছেন ভারতের হারনাজ সান্ধু। দীর্ঘ ২১ বছর পর এই খেতাব পেলেন এক ভারতীয় সুন্দরী। ২০০০ সালে মিস ইউনিভার্স হন লারা দত্ত।
The new Miss Universe is…India!!!! #MISSUNIVERSE pic.twitter.com/DTiOKzTHl4
— Miss Universe (@MissUniverse) December 13, 2021
১২ ডিসেম্বর ইসরায়েলে ৭০তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে ৭৯টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন হারনাজ। মিস ইউনিভার্সের রানার আপ ছিলেন মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরেরা এবং দ্বিতীয় রানার আপ ছিলেন মিস দক্ষিণ আফ্রিকা লালেলা মাসওয়ানে।
২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর ফ্যাশন মডেল আলমা আন্দ্রেয়া মেজা কারমোনা তাকে মুকুট পরিয়ে দেন । চণ্ডীগড়ের হারনাজ সান্ধু সম্প্রতি‘মিস দিভা-২০২১’, ‘ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব-২০১৯’ খেতাব জিতেছেন।
২১ বছর বয়সী হারনাজ পেশায় একজন মডেল। তিনি চণ্ডীগড় থেকে প্রাথমিক ও সেখান থেকে স্নাতক হওয়ার পর, মাস্টার্সের পড়াশোনা শেষ করছেন ।