বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খান আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে নির্মাতা সুজিত সিরকার টুইটারে পোস্ট দিয়েছেন।
😢💔 You will be missed and will forever remain in our hearts.. Irfan Khan, legend… RIP pic.twitter.com/7e7nipa28Y
— Jacqueline Fernandez (@Asli_Jacqueline) April 29, 2020
এর আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হন এ অভিনেতা। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয় তাকে। প্রথমে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালের ভর্তি হলেও হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে(আইসিইউ) রাখা হয়। হাসপাতালে তার স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলেও তার সঙ্গে ছিলেন। কিন্তু বেঁচে ফিরলেন না।
হাসপাতাল থেকেই চিরনিদ্রায় শায়িত হলেন এ অভিনেতা। মাত্র চার দিন আগে ইরফান খানের মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি।