৬০ বছর পর খোঁজ মিলল কিশোর কুমারের নিষিদ্ধ হিন্দি সিনেমার। ন্যাশনাল আর্কাইভ অব ইন্ডিয়া ১৯৫৭ সালে কিশোর কুমার অভিনীত ‘বেগুনাহ’ ছবির রিল খুঁজে পেয়েছে। ৬০ বছরের আগে মুম্বাই উচ্চ আদালতের নির্দেশে এই ছবির পুরো প্রিন্ট নষ্ট করে দেওয়া হয়েছিল। তবে ভারতের নানা জায়গার কয়েকজন সিনেমা অনুরাগীর কাছে সংরক্ষিত ছিল ছবির ফুটেজ।
NFAI finds rare reel of Kishore Kumar’s banned Hindi film after 60 yearshttps://t.co/oJrNJ0iYp4
— Hindustan Times (@HindustanTimes) February 5, 2020
বিরল সেই ক্লিপে দেখা যাচ্ছে সংগীত পরিচালক জয়কিষন পিয়ানোয় বসে, অভিনেত্রী শাকিলা নাচ করছেন এবং প্লেব্যাকে বাজছে মুকেশের গান অ্যায় পেয়াসে দিল বেজুবান।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে NFAI-এর ডিরেক্টর প্রকাশ মগদম জানিয়েছেন, ‘বহু মানুষ অনেক বছর ধরে এই ছবির রিল খোঁজার চেষ্টা করে গেছেন। আমাদের সংগ্রহেও যেহেতু ছিল না, আমরাও খোঁজ শুরু করি। এমনভাবে যে পেয়ে যাবো, তা ভাবতেই পারিনি। এ এক অলৌকিক ঘটনা।’
প্রায় ৬০ বছর অতিক্রান্ত হওয়ার পর আবারও মুক্তির কথা ভাবা হচ্ছে। সব ঠিক থাকলে এ বছরের ৪ আগস্ট, কিশোর কুমারের জন্মদিনে দর্শকদের সামনে আনা হবে বলে জানিয়েছেন কিশোর-ছেলে অমিত কুমার।