শুক্রবার মুক্তি পেয়েছে তাপসী পান্নুর ছবি ‘থাপ্পড়’। ফিল্মটি প্রথম দিনটিতে খুব খারাপ উদ্বোধন করেছিল, তবে ছবিটি দ্বিতীয় দিনে ৭৫ শতাংশ লাফিয়ে দেখা গেছে। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ছবিটি দ্বিতীয় দিন আয় করেছে পাঁচ কোটি টাকা। শনিবার তিন কোটি এবং দ্বিতীয় দিনে পাঁচ কোটি টাকা অনুযায়ী ছবিটি ২ দিনে আয় করেছে 8 কোটি টাকা।
#Thappad Has Good Growth On Day Twohttps://t.co/VtgDjgkxov
— Box Office India (@Box_Off_India) March 1, 2020
নামকরণে মনে হতে পারে এটি কোনও দাম্পত্য হিংসার গল্প। কিন্তু তা নয় একেবারেই। এই গল্প নারীর সম্মানের। বক্স অফিসে নারীকেন্দ্রিক ছবি সাফল্য পেয়েছে, এমন দৃষ্টান্ত বিরল। তাই এক্ষেত্রেও আশার আলো জ্বলছে ধিকধিক করেই। গোটা ছবিটা দাঁড়িয়ে রয়েছে সাত মহিলার উপর- অমৃতা, তার মা, শাশুড়ি, ভাইয়ের বান্ধবী, মহিলা আইনজীবী, অমৃতার প্রতিবেশি আর অমৃতার পরিচারিকা। প্রত্যেকের গল্প আলাদা। কিন্তু কোথাও যেন সব পথ একজায়গাতেই এসে মেলে।
#Thappad – which started low in morning shows – gathered speed post noon onwards… Metros – especially #Delhi, #NCR – registered healthy growth towards evening and night shows… Occupancy should multiply on Day 2 and 3… Fri ₹ 3.07 cr. #India biz.
— taran adarsh (@taran_adarsh) February 29, 2020
‘থাপ্পড়’ বাজেট ২২ কোটি টাকা। ছবিটি ভারতে ২৩০০ এরও বেশি স্ক্রিন এবং বিদেশে ৪০০ টি স্ক্রিনে প্রকাশিত হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন তাপসী পান্নু, পাওয়েল গুলতি, মায়া সরও, রত্না পাঠক, তানভী আজমি, কুমুদ মিশ্র, গীতিকা বৈদ্য, রাম কাপুর ও দিয়া মির্জা। ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা।