ভারত এবং দাবাং ৩-এর পর সালমান খানের ভক্তরা এবার অধীর অপেক্ষায় তাঁর আগামী ছবি ‘Radhe: Your Most Wanted Bhai’-র জন্যে। ২০১৯ সালেই ভাইজান ঘোষণা করেন এই ছবির। তাঁর বিপরীতে এই প্রথম দেখা যাবে দিশা পটানিকে। এই ছবি ঘিরে প্রথম থেকেই তৈরি হয়েছে আগ্রহ-উত্তেজনা। সম্প্রতি জানা গিয়েছে, ছবির ক্লাইম্যাক্স দেখে নাকি মুগ্ধ হয়ে যাবেন ভাইজান ভক্তরা।
Pleased to announce that @yrf has come on board as the worldwide distributor for our film #Radhe, releasing this Eid!@BeingSalmanKhan @PDdancing @SohailKhan @atulreellife @ReelLifeProdn pic.twitter.com/Sk7K17ixsa
— Salman Khan Films (@SKFilmsOfficial) February 25, 2020
এই ছবিতে আরও একবার প্রভু দেবার পরিচালনায় কাজ করছেন সালমান খান। ছবির শুটিংয়ের সিংহভাগই শেষ কিন্তু এখনও শেষ শিডিউলের কাজ চলছে। কিন্তু ইতিমধ্যেই পরিচালক এই ছবির টিজারের এডিট নিয়ে ব্যস্ত। শোনা গিয়েছে যে ফাইনাল এডিট হয়ে গিয়েছে কিন্তু সালমান খান দেখা পর্যন্ত টিজারটি প্রকাশ করবেন না পরিচালক।
#YashRajFilms to distribute #SalmanKhan starrer Radhe: Your Most Wanted Bhai in India and overseas@yrf @BeingSalmanKhan #Radhe #RadheYourMostWantedBhai @PDdancing https://t.co/fCbZ2pQxYG
— Bollywood Hungama (@Bollyhungama) February 24, 2020
সালমান খানের সর্বশেষ সিনেমা ‘দাবাং ৩’ মুক্তি পেয়েছে গত ডিসেম্বরে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। এটি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছে।