বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রোববার (০৪ অক্টোবর) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন এই তারকা। তরুণ এই অভিনেত্রী আক্রান্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন।
তানজিন তিশা সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, সবাই দোয়া করবেন। আমি এখন ভালো আছি। শরীরে খানিকটা জ্বর, সর্দি ও কাশি আছে। এ ছাড়া খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না।
টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তানজিন তিশা। শুটিং ও সব কাজ বাতিল করেছেন এ অভিনেত্রী।
প্রসঙ্গত, এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম একজন তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করলেও গত কয়েক বছরে তিনি নাটক ও টেলিছবিতে ব্যস্ত অভিনেত্রী। বেশকিছু বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।