বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে আজ। শোনা যাচ্ছিল ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন তারা। কিন্তু ফেব্রুয়ারি আসতে এখনো অনেক দিন বাকি। সৃজিত বলেছিলেন শীতের মধ্যে বিয়ে করতে চান তিনি।

সেই কথা মতোই শীতের শুরুতে বিয়েটা সারছেন সৃজিত। ভারতীয় এক গণমাধ্যমকে সৃজিত-মিথিলা নিজেই নিশ্চিত করেছেন তাদের বিয়ের খবর। জানিয়েছেন, আজ ৬ ডিসেম্বর সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হচ্ছে তাদের, বিয়ের অনুষ্ঠান হবে পরে।

টলিউডের তারকাদের মধ্যে থাকছেন যিশু, ইন্দ্রদীপ, রুদ্রনীল, অনুপম, নীলাঞ্জনাসহ অনেকে। বিয়েতে মিথিলা পরবেন লাল জামদানি আর সৃজিত পরবেন পাজামা, পাঞ্জাবি ও জহর কোট।

দুপুর থেকে সুজিতের বাড়িতে শুরু হবে খাওয়া দাওয়া। খাঁটি বাঙালি রান্নাবান্না, সন্ধ্যায় থাকছে বিরিয়ানি। ঢাকা থেকে গেছে ২ কেজি ওজনের ৪টি ইলিশ। আজ সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হবে। পরে পার্টি দেয়া হবে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকায় এসেছেন সৃজিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here