চলতি বছরে সিনেমা হলেই মুক্তি পাওয়ার কথা ছিল হলিউডের অন্যতম সিনেমা ‘মুলান’। করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে বড় পর্দায় সিনেমাটি উপভোগের সুযোগ পাননি দর্শক। ৪ সেপ্টেম্বর থেকে লাইভ-অ্যাকশনধর্মী এ সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে।
ছবিটি এবার সিনেমা হলেও মুক্তি পেতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে। এটি মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, ‘মুলান’ শিগগির আসছে স্টার সিনেপ্লেক্স। তবে আসছে সপ্তাহে ছবিটি মুক্তি পাবে কিনা, তা নিশ্চিত করেননি তিনি।
‘মুলান’ মূলত চীনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি ছবি। যা নিকি ক্যারো পরিচালিত ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যালাড অব মুলান’ নামে একটি চীনা অ্যানিমেটেড লাইভ অ্যাকশন সিনেমার রিমেক। ডিজনির নতুন সিনেমা ‘মুলান’ নিয়ে ২ বছর ধরেই অনেক আলোচনা চলছিল।