ইতিহাসের সবচেয়ে বড় অঘটন! অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম ইংরেজি ব্যতিত অন্য কোনও ভাষার ছবি এই সম্মান পেলো।
#Oscars Moment: @ParasiteMovie wins for Best Picture. pic.twitter.com/AokyBdIzl5
— The Academy (@TheAcademy) February 10, 2020
এবারের আসরে অস্কারের সর্বোচ্চ পুরস্কার সেরা চলচ্চিত্র বিভাগে ফেবারিট ছিল স্যাম মেন্ডেসের ‘নাইনটিন সেভেনটিন’। কিন্তু দক্ষিণ কোরিয়ান নির্মাতা বং জুন-হো গত কিছুদিনে হলিউডের প্রিয় হয়ে উঠেছেন। তার ‘প্যারাসাইট’ অঘটনের জন্ম দিয়ে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে ইতিহাস গড়ার আভাস দিয়েছিল। বর্ষীয়ান অভিনেত্রী জেন ফন্ডা এই ছবির নাম ঘোষণা করতেই সেটা সত্যি হয়ে গেলো!
এর আগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে সেরা সম্মিলিত অভিনয়শিল্পী স্বীকৃতি পেয়ে সবাইকে চমকে দিয়েছিল ‘প্যারাসাইট’। এসএজি’র ২৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ইংরেজি ব্যতিত অন্য ভাষার কোনও ছবি সম্মিলিত অভিনয়শিল্পী বিভাগে সেরা হয়েছে।
বরাবরের মতেই লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কার রজনীর এই জমকালো আসর। গতবারের মত এবারের আসরেও কোনো হোস্ট ছিল না। তার বদলে রোববারের অস্কার রজনী পেয়েছে ‘ডাবল হোস্ট’।
জেনেলি মোনার পারফরমেন্সের পর সাবেক দুই হোস্ট স্টিভ মার্টিন এবং ক্রিস রক মঞ্চে আসেন পুরস্কার বিতরণী সূচনার চিরাচরিত মনোলগ আওড়াতে। এরপর একে একে অন্য সেলিব্রেটিরা এসে বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার।
অস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকা :
Moments after winning Best Picture, cast and filmmakers from @ParasiteMovie stop by the #Oscars Thank You Cam. pic.twitter.com/ckyhJkvIFD
— The Academy (@TheAcademy) February 10, 2020
সেরা ছবি – প্যারাসাইট
#Oscars Moment: Joaquin Phoenix wins Best Actor for his work in @jokermovie. pic.twitter.com/M8ryZGKGHV
— The Academy (@TheAcademy) February 10, 2020
সেরা অভিনেতা – হোয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার, ‘জুডি’
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: লরা ডার্ন, ‘ম্যারেজ স্টোরি’
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: ব্র্যাড পিট, ‘ওয়ান্স আপন আ টাইম ইন… হলিউড’
সেরা নির্মাতা: বং জুন হো, ‘প্যারাসাইট’
সেরা চিত্রনাট্য (মৌলিক): ‘প্যারাসাইট’
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ‘জোজো র্যাবিট’
সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘টয় স্টোরি ফোর’
সেরা তথ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (আগের নাম ছিল সেরা ভিনদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র): ‘প্যারাসাইট’, দক্ষিণ কোরিয়া
সেরা সংগীত: লাভ মি আগেইন, ‘রকেটম্যান’, শিল্পী: এলটন জন
সেরা আবহসংগীত: ‘জোকার’
সেরা চিত্রগ্রহণ: ‘১৯১৭’
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ‘১৯১৭’
সেরা সম্পাদনা: ‘ফোর্ড ভার্সেস ফেরারি’
সেরা শব্দ সম্পাদনা: ‘ফোর্ড ভার্সেস ফেরারি’
সেরা শব্দমিশ্রণ: ‘১৯১৭’
সেরা শিল্প নির্দেশনা: ‘ওয়ান্স আপন আ টাইম ইন… হলিউড’
সেরা পোশাক নকশা: ‘লিটল উইমেন’
সেরা রূপ ও কেশসজ্জা: ‘বম্বশেল’
সেরা লাইভ অ্যাকশন শর্ট: ‘দ্য নেইবার্স উইনডো’
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন (ইফ ইউ আর আ গার্ল)