‘ডাক দিয়াছেন দয়াল আমারে, হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, ওরে নীল দরিয়া, – এই রকম আরও অনেক বিখ্যাত গানের সুরকার আলম খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আজ শুক্রবার ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মত্যু হয় বলে তার বড় ছেলে সংগীতশিল্পী আরমান খান জানান। তিনি কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।
তার এই মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব বাংলা সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র সঙ্গীতে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে ১৯৪৪ সালের ২২ অক্টোবর জন্ম নেন এই সুরকার। তিনি বাংলাদেশের পপসম্রাটখ্যাত আজম খানের বড় ভাই।
১৯৭০ সালে ‘কাচ কাটা হীরে’ সিনেমায় সংগীত পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন আলম খান।
এই গুণী সুরকার ও সংগীত পরিচালক মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পাঁচবার ও একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কার পান।