২০১৫ সালের পর দীর্ঘ বিরতি নিয়ে এবছর ভ্যালেন্টাইনস ডে’তে গানের অ্যালবাম প্রকাশ করেন কানাডিয়ান পপশিল্পী জাস্টিন বিবার। ‘চেঞ্জেস’ শিরোনামের এই অ্যালবামটিই ভেঙেছে কিংবদন্তি পপশিল্পী এলভিস প্রিসলির ছয় দশকের পুরনো রেকর্ড।
.@justinbieber has now become the youngest musician of all time to score seven Number 1 albums on the Billboard Hot 200 list!https://t.co/xwTZ8NMyzz
— ETimes (@etimes) February 26, 2020
সবচেয়ে কমবয়সী সংগীতশিল্পী হিসেবে এলভিস প্রিসলির দীর্ঘকালের একটি রেকর্ড ভেঙেছেন জাস্টিন বিবার। এখন পর্যন্ত ২৫ বছর বয়সী এই শিল্পীর সাতটি অ্যালবাম বিলবোর্ডে শীর্ষস্থান দখল করেছে। এর মাধ্যমেই সবচেয়ে কমবয়সী শিল্পী হিসেবে তিনি ভেঙেছেন প্রিসলির রেকর্ড। প্রিসলি এর রেকর্ড গড়েছিলেন ২৬ বছর বয়সে।
এর আগে ১৯৬১ সালে আমেরিকান সংগীতশিল্পী এলভিস প্রিসলি মাত্র ২৬ বছর বয়সে তার সপ্তম একক অ্যালবাম ‘ব্লু হাওয়াই’ নিয়ে টপ চার্টের শীর্ষে ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি নতুন অ্যালবাম চেঞ্জেস রিলিজ হওয়ার পর এক সপ্তাহে ২ লাখ ৩১ হাজার কপি বিক্রি হয়।
এই মাইলফলক স্পর্শ করার পর টুইটারে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাস্টিন বিবার। এবছর ১৪ ফেব্রুয়ারি ‘চেঞ্জেস’ প্রকাশের পর এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৩১ হাজার কপি বিক্রি হয়েছে।