কীভাবে নিজের দিকে মনোযোগ কেড়ে নেয়া যায় তা ভালোই জানেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। ফের অনলাইনে আলোড়ন তুলেছে তার ছবি। সমুদ্রেভেজা স্বল্পবসনা ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করার পরপরই তা ছড়িয়ে পড়েছে।
গতকাল ২৬ আগস্ট, বুধবার তিনি ছবিটি পোস্ট করেন। এতে তিনি ইংরেজিতে ক্যাপশন হিসেবে দিয়েছেন মাদার তেরেসার বিখ্যাত বাণী : ‘আমরা নিজেরাই অনুভব করি যে আমরা যা করছি তা সমুদ্রের মধ্যে একটি বিন্দুমাত্র। কিন্তু সেই হারিয়ে যাওয়া ফোঁটার কারণে সমুদ্রেরও কম পড়বে।’
ইতোমধ্যে ছবিটিতে ৫০ হাজারের বেশি মানুষ রিঅ্যাক্ট (লাইক, লাভ, হাহা, অ্যাংরি) করেছেন। আর শেয়ার হয়েছে শতাধিকবার। ৩ হাজারের বেশি ভক্ত-অনুরাগী পরীমনির এই ছবিটিতে কমেন্টও করেছেন।
উল্লেখ্য, আগামী মাসেই ফের শুরু হতে যাচ্ছে পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের সিনেমাটির শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।