চিত্রনায়ক ও সাংসদ ফারুক আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন আগেই সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি। দ্বিতীয় দফায় ফারুকের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। কাল আবার অসুস্থ হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এর আগে ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে চিত্রনায়ক ফারুক করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন। সে সময় দুই দফায় তার করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসলে কয়েদিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন তিনি।

বাসায় ফেরার সপ্তাহখানেক পরই আবার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সোমবার রাতে অবস্থা ক্রমেই অবনতির দিকে গেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের পরামর্শে ভর্তিও করা হয়।

চিত্রনায়ক ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয় বড় পর্দায়। এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here