বুধবার নায়িকা পরীমণিকে তার রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

বুধবার বিকেল পাঁচটার দিকে পরীমণির বাসায় অভিযান শুরু করে র‌্যাব। এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরীমনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এছাড়া রাত সাড়ে ১০টার দিকে বনানীর ৭ নম্বর সড়কে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়িতে অভিযান চালিয়ে তাকেও র‌্যাবের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই’ পরীমনি ও রাজকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here