ঢাকা ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত ছবিগুলো দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি, সুযোগ পেলেই নিজের অনুভূতি ব্যক্ত করে সংবাদমাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন।
সোমবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘লাইফ ইজ নট পারফেক্ট। বাট ইওর নেইলস ক্যান বি। (জীবন পারফেক্ট নয়। কিন্তু নখ হতে পারে)।’
ক্রিম রঙের পোশাকে তার লম্বা সুন্দর ম্যানিকিওর করা নখের ছবি দিয়েই ভক্তদের নজর কেড়েছেন জয়া। আর এ ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই জয়ার পোস্টের নিচে নানান মন্তব্য করে বসেন। কেউ জয়াকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন তো কেউ তার সঙ্গে সময় কাটাতে চাইছেন।