আজ ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। আমির হামজার বলে মাহমুদুল হাসান জয় ১৩ বলে বলে ১৭ রান করে আউট হন।
Bangladesh keep piling on the runs and have extended their lead to over 350 😮
Follow #BANvAFG live: https://t.co/xTMq0d9WtM pic.twitter.com/M8dj3zxJOL
— ICC (@ICC) June 15, 2023
ক্রিজে থাকা নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান মিলে ১৩০ বল থেকে ১১৬ রান করেন। এর মধ্যে শান্ত ৬৪ বলে ৫৪ রান ও জাকির হোসেনও ৬৪ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন।
এর আগে আজ আফঘানিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে মাত্র ১৪৬ রান করে যায়. আফগানদের পক্ষে আফসার জাজাই ৪০ বলে ৩৬ রান ও নাসির জামাল সর্বোচ্চ ৩৫ রান করেন।
তবে, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৩৬ রানের বিশাল লিড পেয়েও সফরকারীদের ফলোঅন না করানোর সিদ্ধান্ত নেন।
বল হাতে বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ৪টি, তাইজুল, মিরাজ ও শরিফুল নেন দুটো করে উইকেট।
আজ দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশ আগের দিনের ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলা শুরু করলেও ২০ রান যোগ করতেই ৫ উইকেট হারায় টাইগাররা।
সফরকারী দলের নিজাত মাসুদ ৭৯ রান দিয়ে ৫টি উইকেট নেন। এ ছাড়া ইয়ামিন ২টি, জহির, আমির ও রাহমাত ১টি করে উইকেট নেন.