দ্বিতীয় টি-২০ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জয় করল বাংলাদেশ। এই জয়ের ফলে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল সাকিবের দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান বৃষ্টির কারনে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রানে থেমে যায়।
বল হাতে সাকিব ও মোস্তাফিজ দুটি করে উইকেট নেন । তাসকিন ৩৩ রানে নেন ৩ উইকেট।
জয়ের জন্য বৃষ্টি আইনে ১৭ ওভারে ১১৯ রানের টার্গেট পায় বাংলাদেশ। ৫ বল বাকী থাকতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৬.১ ওভারে ১১৯ রান করে জয় তুলে নেয়। ওপেনার লিটন দাস ৬ চার, ৩৬ বলে ৩৫, এবং ২০ বলে ২৪ করে ফেরেন আফিফ। শুরুর জুটি ৬৭ রানে সমাপ্তি হয়। দশম ওভারে মুজিব এই দুই ব্যাটসম্যানকে আউট করে।
এর পরের ওভারে ৪ রানে ওমারজাইর শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ১১ ওভারে ৩ উইকেট চলে যাওয়ার পর বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও তাওহিদ হৃদয় ও সাকিব মিলে রানের গতি ফিরিয়ে আনেন।
১৭ বলে ১৯ রান করে তাওহিদ ফিরে গেলেও সাকিব ১১ বলে ১৮ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। অধিনায়কের সাথে ৭ রানে অপরাজিত থাকেন শামিম।
বল হাতে আফগানিস্তানের মুজিব ও ওমারজাই ২টি করে উইকেট নেন।
Walton T20i Series: Bangladesh vs Afghanistan | 2nd T20i 🏏
Bangladesh Won by 6 Wickets (DLS method) ✨
Full Match Details: https://t.co/he4VEJjvc3
Watch the Match Live on Gazi TV, T-Sports, Rabbithole and Toffee
#BCB | #Cricket | #BANvAFG pic.twitter.com/AQccureYX3
— Bangladesh Cricket (@BCBtigers) July 16, 2023
এর আগে এই সিরিজে একমাত্র টেস্টে ৫৪৬ রানে জিতলেও, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে প্রথম ও দ্বিতীয় ম্যাচে হেরে, শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সেদিকুল্লাহ অটল, করিম জানাত, রাশিদ খান (অধিনায়ক),আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ইনিংস: ১৭ ওভারে ১১৬/৭ (গুরবাজ ৮, জাজাই ৪, জাদরান ২২, নবী ১৬, নাজিবুল্লাহ ৫, জানাত ২০, ওমরজাই ২৫, রশিদ ৬, মুজিব ১; তাসকিন ৪-০-৩৩-৩, হাসান ৩-০-২০-০, নাসুম ৪-০-১৫-০, মুস্তাফিজ ৩-০-৩০-২, সাকিব ৩-০-১৫-২)।
বাংলাদেশ ইনিংস: ১৬.১ ওভারে ১১৯/৪ (লিটন ৩৫, আফিফ ২৪, শান্ত ৪, সাকিব ১৮, তাওহিদ ১৯, শামিম ৭; ফারুকি ৩-০-১৯-০, ওয়াফাদার ৩.১-০-৩০-০, মুজিব ৪-০-২৮-২, রশিদ ৪-০-১৯-০, ওমরজাই ৩-০-১৭-২)।
টসঃ বাংলাদেশ
ফল: ৬ উইকেটে জয়ী বাংলাদেশ
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ।
ম্যাচ ও সিরিজ সেরাঃ সাকিব আল হাসান