world-cup-2022
Photo Credit: FiFa

কাতারে ২০২২ সালের পুরুষদের ফিফা বিশ্বকাপে মোট ৩২ টি দল অংশ নেবে। সূচি অনুযায়ী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারের পাঁচটি শহরের আটটি স্টেডিয়ামে বিশ্বকাপ খেলা হবে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে পুরুষদের বিশ্বকাপে দলের সংখ্যা ২৪টি থেকে বাড়িয়ে ৩২টি করা হয়েছে, যদিও ২০২৬ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ টি করা হয়েছে ।

২০২২ সালে ৩১টি দেশ আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচের মাধ্যমে আয়োজক দেশ কাতারের সাথে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিটি অঞ্চল থেকে কিভাবে কয়টি দল যোগ্যতা অর্জন করবে তা পূর্বনির্ধারিত ।

নিচে দেয়া হল আয়োজক দেশ ছাড়া বাকি ৩১ দল যেভাবে বিশকাপে অংশগ্রহণ করবে ।

আফ্রিকা – আফ্রিকা কাপ অব নেশন্স (কাফ/CAF):

এশিয়া – এএফসি এশিয়ান কাপ(এএফসি/AFC):
৪ (প্লাস ১প্লে অফ কোয়ালিফায়ার – পঞ্চম দলটি প্লে-অফ খেলবে দক্ষিণ আমেরিকান অঞ্চলের প্লে-অফে যোগ পাওয়া দেশের সঙ্গে।)

ইউরোপ – উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
(উয়েফা /UEFA): ১৩

উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয় ফুটবল (কনকাকাফ/CONCACAF)
: ৩ (প্লাস ১ প্লে অফ কোয়ালিফায়ার – চতুর্থ দল প্লে-অফ খেলবে ওশেনিয়া অঞ্চলের প্লে-অফে সুযোগ পাওয়া দেশের সঙ্গে )

ওশেনিয়া (ওএফসি/OFC)
: ১টি প্লে অফ কোয়ালিফায়ার

দক্ষিণ আমেরিকা – দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন(কনমেবল/CONMEBOL
):৪ (প্লাস ১ প্লে অফ কোয়ালিফায়ার-পঞ্চম দল প্লে-অফ খেলবে এশিয়া অঞ্চল থেকে প্লে-অফে জায়গা পাওয়া দেশের সঙ্গে)

এছাড়া বাকি দুই দল এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া মধ্যেকার প্লে-অফ ম্যাচের মধ্যে বিজয়ী দুই দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পায়।

২০২৬ সালের বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮

তবে, ২০২৬ সালের বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়েছে । ফিফার কার্যকরী কমিটির সভায় প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই প্রস্তাবটি উত্থাপন করেন এবং ফিফা কংগ্রেসে সর্বসম্মতিক্রমেই ৪৮ দলের অনুমোদন পায় প্রস্তাবটি। ৪৮ দলের বিশ্বকাপে ৩টি করে দল নিয়ে হবে মোট ১৬টি গ্রুপ, যা বর্তমানে ৩২ দলের বিশ্বকাপে ৪টি করে মোট ৮টি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়।