আজ কাতার বিশ্বকাপের সি গ্ৰুপের প্রথম খেলায় সৌদি আরব ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। বিশ্বকাপের ইতিহাসে এটি সৌদি আরবের তৃতীয় জয়।
Saudi Arabia beat Argentina. @adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 22, 2022
খেলার প্রথমার্ধের ১০ মিনিটে লিওনেল মেসির পেনাল্টির মধ্যে দিয়ে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে সালেহ আল–শেহরি গোল দিয়ে সমতায় ফিরলো সৌদি আরব। এর ৫ মিনিট পর সালেম আল দাওসারির গোলে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি।
এরপর খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত একটি গোলও করতে পারেনি আর্জেন্টিনা। এই পরাজয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার ধারা ভেঙে গেল।
এই সময়ে আর্জেন্টিনা ২৫টি ম্যাচ জিতেছে এবং ১১টি ড্র খেলেছে। আর্জেন্টিনা এখন ২৭ নভেম্বর মেক্সিকো এবং ৩০ ডিসেম্বর পোল্যান্ডের মুখোমুখি হবে।