BRAZIL
Photo Credit: Twitter

রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। দুটি গোলই ম্যাচের দ্বিতীয়ার্ধে হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে গ্রুপ জি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সার্বিয়ার বিরুদ্ধে তাদের হেক্সা মিশন জয় দিয়ে শুরু করল।

এই ম্যাচে নেইমার গোল করতে না পারলেও রিচার্লিসন দুই গোল করে দলকে জিতিয়ে দেয়। ম্যাচের ৬২ মিনিটে প্রথম গোল ও ৭৩ মিনিটে আকর্ষণীয় সাইড ভলিতে দ্বিতীয় গোল করে ব্রাজিল ভক্তদের মন জয়ে করে নিয়েছে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত রিচার্লিসনের দ্বিতীয় গোলটি সেরা গোল হিসাবে মনে করা হয়।