১১ বছর পর সেরি আর লিগ শিরোপা জিতল ইতালির অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান। চ্যাম্পিয়ন হতে শেষ রাউন্ডে তাদের ড্র করলেই চলত। তবে বড় জয় দিয়েই শিরোপা জয়ের স্বাদ নিল এসি মিলান ।
The culmination of a tremendous journey: WE ARE THE CHAMPIONS! 🔢🏆#AlwaysWithYou #SempreMilan #SassuoloMilan pic.twitter.com/RX0rRUCcEc
— AC Milan (@acmilan) May 22, 2022
ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতল স্তেফানো পিওলির দল। জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু, বাকিটা করেছেন আইভরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসির।
পয়েন্টের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিল এসি মিলান। তাই তাদের লক্ষই ছিল সাসসুয়োলোকে হারিয়ে ই শিরোপা ঘরে তোলা।