কোভিড -১৯ এর প্রোটোকল ভাঙার অভিযোগে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সময় আজ রাত ১টায় সাও পাওলোতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্হগিত করা হয়েছে ।
[BREAKING] 🚨 The Brazil vs Argentina match has been suspended as the Brazilian Health authorities have stormed onto the pitch to deport Emiliano Martinez, Giovani Lo Celso and Cristian Romero (players that come from England). pic.twitter.com/yRcYV6JSPv
— beIN SPORTS USA (@beINSPORTSUSA) September 5, 2021
করোনাভাইরাস নিয়ে বিতর্কের জেরে ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে হুট করে মাঠে ঢুকে পড়ে এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো এবং ক্রিস্টিয়ান রোমেরোকে আটক করার জন্য।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়রা স্বাস্থ্য কর্মকর্তাদের ঘিরে ধরার পর তারা মেসি ও নেইমারের সঙ্গে কথা বলেন । সেখানে সমস্যার সমাধান না হওয়ায় রেফারি আর্জেন্টিনা খেলোয়াড়দের ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়।
এর আগে, ইংলিশ প্রিমিয়ার লিগের চার আর্জেন্টিনার খেলোয়াড়কে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার আগে ব্রাজিলের স্বাস্থ্য সংস্থা দ্বারা কোয়ারেন্টিনে থাকা জন্য আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই চারজন খেলোয়াড় করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করেছেন। তার হলেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং এমিলিয়ানো মার্টিনেজ এবং টটেনহ্যাম হটস্পারের জিওভানি লো সেলসো এবং ক্রিস্টিয়ান রোমেরো।