কাতার বিশ্বকাপ বাছাইপর্বের নবম ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ।
Brazil fight back to beat Venezuela 3-1#fifa #RoadToQatar #CONMEBOL https://t.co/ERNTpqwGr4
— MorningRinger (@morning_ringer) October 8, 2021
শুক্রবার ভোরে ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে পরাজিত করে নিজেদের জয়জাত্রা ধরে রেখেছে ব্রাজিল ।
ম্যাচের শুরুতেই ১১ মিনিটে এরিক রামিরেসের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। বিরতির পর ৭১ মিনিটে সমতা ফেরানোর গোল করেন ব্রাজিলের মার্কিনিয়োস।
এরপর ৮৫তম মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে নেন বারবোসা। তাকে অস্কার গনসালেস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। ম্যাচের অতিরিক্ত ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এন্থনি তৃতীয় গোল করলে ব্রাজিল ৩–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ের ফলে ৯ ম্যাচে টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে সেলেসাওদের শীর্ষস্থান আরও সুসংহত হল। দিনের অন্য ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে । অন্যদিকে ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে ভেনেজুয়েলা।