সোমবার রাতে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ জে-তে শীর্ষস্থান নিশ্চিত করে দুই ম্যাচ বাকি রেখে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে জার্মানি ।
🇩🇪 4-time #WorldCup champions @DFB_Team first country to join hosts Qatar at the 22nd global finals 👏
🔥 Read the stats behind their impressive #WCQ campaign 🔢
👉https://t.co/UVUMKlRUQl pic.twitter.com/QXvDMqISwz
— FIFA World Cup (@FIFAWorldCup) October 12, 2021
জোড়া গোল করেন টিমো ভেরনার, একটি করে কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা গোল করে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জার্মানি । অন্যদিকে রোমানিয়া ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
বড় জয় পেলেও এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি দলটি । চারটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। খেলার ৫০ মিনিটে টমাস মুলার পাসে কাই হার্ভাটজ প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।
এরপর খেলার ৭০ মিনিটে আবারও মুলারের সাহায্যে নিয়ে ভেরনার দলের দ্বিতীয় গোলটি করেন এবং তিন মিনিট পর দলের তৃতীয় গোল করেন করেন টিমো ভেরনার। ১৮ বছর বয়সী জামাল মুসিয়ালা ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন । এটি তার প্রথম আন্তর্জাতিক গোল করেন ।
উল্লেখ্য, গত মার্চ মাসে ঘরের মাঠে নর্থ মেসিডোনিয়ার কাছে ২-১ গোলে পরাজয়ের মাধ্যমে বাছাইপর্বের ২০ বছরের ইতিহাসে প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছিল জার্মানি।