আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচে পেরুকে পরাজিত করে ৩১তম দল হিসাবে ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিল অস্ট্রেলিয়া।
🇦🇺 Aussie Aussie Aussie! 🇦🇺
🦘The @Socceroos qualify for their fifth straight #FIFAWorldCup!#WCQ pic.twitter.com/b3FOZ71iJC
— FIFA World Cup (@FIFAWorldCup) June 13, 2022
টাইব্রেকারে ৫-৪ গোলের সুবাদে ২০০৬ সাল থেকে টানা পঞ্চম বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ক্যাঙ্গারুরা।
২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ ডি-তে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।
কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দল গোল না পাওয়ায় টাইব্রেকারে পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল অস্ট্রেলিয়া।
এই জয়ের পেছেন মূল নায়ক ছিল অস্ট্রেলিয়ার গোলরক্ষক অ্যান্ড্রু রেডমাইন, যিনি তৃতীয় শটে পেরুর রক্ষণসেনা লুইস আদভিনকুলারের বল আটকে দেন।
কিন্তু অস্ট্রেলিয়ার কোচ খেলার অতিরিক্ত সময়ে ১২০ মিনিটে অ্যান্ড্রু রেডমাইনকে বদলি খেলোয়াড় হিসাবে ম্মাঠে নামান ।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় একই ভেন্যুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোস্টারিকা। এর ম্যাচের পরই বিশ্বকাপের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে।