Goncalo Ramos
Photo Credit: Twitter

গঞ্জালো রামোসের হ্যাটট্রিকের সুবাদে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ৬-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল। এর ফলে ২০০৬ বিশ্বকাপের পর কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল দল।

টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন রামোস। ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিবর্তে পর্তুগালের একাদশে প্রথমবারের মতো সুযোগ পেয়েই ২১ বছর বয়সী ফরোয়ার্ড রামোস হ্যাটট্রিক করেন।

বেনফিকার এই ফরোয়ার্ড ম্যাচের ১৭, ৫১ ও ৬৭ মিনিটে তিন গোল করে এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে তার প্রথম এবং বিশ্বকাপের হ্যাটট্রিক করেন।

এছাড়া ম্যাচে পর্তুগালের ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে ৩৩তম, রাফায়েল গুয়েরেরো ৫৫তম এবং রাফায়েল লিয়াও ইনজুরি টাইমে (৯০+২ মিনিট) গোল করেন। একই সময়ে, ৫৮ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ম্যানুয়েল আকানজি।

আগামী ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে রামোস–রোনালদোরা প্রতিপক্ষ হবে মরক্কো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here