ট্রাইবেকারে ক্রোয়েশিয়ার কাছে ২-৪ ব্যবধানে হেরে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল। এই জয়ের ফলে ১৪ ডিসেম্বর ক্রোয়েশিয়া এখন সেমিফাইনাল খেলবে ।
#Croatia runs to fight for another #FIFAWorldCup medal! 🏃♂️
#CROBRA #Qatar2022 #Family #Vatreni❤️🔥 pic.twitter.com/K02GiKrbRi
— HNS (@HNS_CFF) December 9, 2022
ম্যাচের অতিরিক্ত সময়ে দুই দলের স্কোর ১-১ হয়ে যায়। যার কারণে ম্যাচের সিদ্ধান্ত হয় পেনাল্টি শুট আউটে এবং হেরে যায় ব্রাজিল।
ব্রাজিলের রদ্রিগো ও মার্কোস পেনাল্টি মিস করেন। প্রথম চারটি পেনাল্টি গোলে ক্রোয়েশিয়ার একটি পেনাল্টিও ঠেকাতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক।
এর আগে ৯০ মিনিট কোনো দলের গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথম বিরতির ইনজুরি টাইমে ব্রাজিলের নেইমার ১০৫+১ মিনিটে একটি করে গোল করে দলকে এগিয়ে নিয়ে গেলেও ১১৭ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে গোল শোধ করেন পেটকোভিচ।
ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি ছিল নেইমারের ৭৭তম গোল। এর মাধ্যমে কিংবদন্তি ফুটবলার পেলের সমান ৭৭টি আন্তর্জাতিক গোলের সমানও তিনি করেছেন।