শেষ পর্যন্ত আর্সেনালকে পেছনে ফেলে ২০২২/২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি। আজ সিটি গ্রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ০-১ গোলে হেরে যাওয়ায় আর্সেনাল আর ম্যানচেস্টার সিটিকে শিরোপার দৌড়ে ধরতে পারলো না।
22/23 PREMIER LEAGUE CHAMPIONS!!! 🏆
3️⃣-IN-A-ROW!!! 🙌 pic.twitter.com/hPdh0FZTss
— Manchester City (@ManCity) May 20, 2023
পয়েন্ট টেবিলে আর্সেনাল ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে সিটি থেকে। এর ফলে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা দেয়া হয়েছে।
Thank you for an incredible title race, @ManCity and @Arsenal 👏 pic.twitter.com/wIkOyGKr7A
— Premier League (@premierleague) May 20, 2023
এটি ম্যানচেস্টার সিটির টানা তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা, আগের দুটি মৌসুমও জিতেছে তারা। এটি ম্যানেজার পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সাথে পঞ্চম প্রিমিয়ার লিগ শিরোপা। আর্সেনাল বেশিরভাগ এই মৌসুমে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও, ম্যানচেস্টার সিটি তাদের ট্রফির মালিকানা ধরে রাখার জন্য মরিয়া হয়ে লড়াই করেছে।