বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ২০২২/২৩ UEFA চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোল করার পুরস্কার পেয়েছেন।
The Goal of the Tournament results are in… 🥁
Congrats, Leo Messi! 👏#UCLGOTT | @Heineken pic.twitter.com/I4JDZF9xN1
— UEFA Champions League (@ChampionsLeague) June 30, 2023
পিএসজির হয়ে গ্রুপ-এইচ’এর প্রথম লেগে পর্তুগীজ ক্লাব বেনফিকার বিপক্ষে গোল করে মেসি এই অ্যাওয়ার্ড পেলেন। ম্যাচের ২১ মিনিটে বা পায়ের বাঁক খাওয়ানো দুর্দান্ত শট বেনফিকার গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।
যদিও উয়েফার অফিসিয়াল লিস্টে মেসির গোলটি ছিল তৃতীয় স্থানে। কিন্তু দর্শকদের ভোটে শেষ পর্যন্ত মেসির গোলটি সেরা হিসেবে বিবেবসিত হয়।
এরপর দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচে করা ভিনিসিউস জুনিয়রের গোল, এবং ডর্টমুন্ডের বিরুদ্ধে করা ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের গোলটি সেরাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
২০২২ সালের ৫ অক্টোবর -এ খেলাটি ১-১ ব্যবধানে শেষ হয়েছিল এবং দানিলো পেরেইরা ৪২ মিনিটে বেনফিকার হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান।