বাংলাদেশ পুরুষ ফুটবল দল এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের ড্র-তে গ্রুপ সি-তে পড়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। ড্রটি আজ ( ৯ ডিসেম্বর) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া কাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।
২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ সৌদি আরবে খেলা হবে। মোট ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল হোম ও এ্যাওয়ে ভিত্তিতে মোট ছয়টি ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রথম এ্যাওয়ে ম্যাচ ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে ২০২৫ সালের ১০ জু্ন।
বাংলাদেশের জন্য এবারের এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্ব একটি চ্যালেঞ্জের মুখোমুখি করছে। গ্রুপ-সি-তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং এবং সিঙ্গাপুর। ভারত গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ১২৭তম ফিফা র্যাঙ্কিং নিয়ে এগিয়ে আছে। অন্যদিকে, হংকং ১৫৬তম, সিঙ্গাপুর ১৬১তম, এবং বাংলাদেশ ১৮৫তম স্থানে রয়েছে। ম্যাচগুলো হোম এবং এ্যাওয়ে ভিত্তিতে দুই লেগে মার্চ ২০২৫ থেকে অনুষ্ঠিত হবে।
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্ব ম্যাচের সময়সূচি: বাংলাদেশ বনাম গ্রুপ-সি দলসমূহ
২৫ মার্চ, ২০২৫: ভারত বনাম বাংলাদেশ (হোম ম্যাচ)
১০ জুন, ২০২৫: হংকং (চীন) বনাম ভারত (এ্যাওয়ে ম্যাচ)
৯ অক্টোবর, ২০২৫: ভারত বনাম সিঙ্গাপুর (হোম ম্যাচ)
১৪ অক্টোবর, ২০২৫: সিঙ্গাপুর বনাম ভারত (এ্যাওয়ে ম্যাচ)
১৮ নভেম্বর, ২০২৫: বাংলাদেশ বনাম ভারত (এ্যাওয়ে ম্যাচ)
৩১ মার্চ, ২০২৬: ভারত বনাম হংকং (চীন) (হোম ম্যাচ)
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্ব: তৃতীয় রাউন্ডের দল ও গ্রুপসমূহ
গ্রুপ এ: তাজিকিস্তান, ফিলিপাইনস, মালদ্বীপ, ডেমোক্রেটিক রিপাবলিক অব তিমুর-লেস্তে
গ্রুপ বি: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনাই দারুসসালাম
গ্রুপ সি: ভারত, হংকং (চীন), সিঙ্গাপুর, বাংলাদেশ
গ্রুপ ডি: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা
গ্রুপ ই: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান
গ্রুপ এফ: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক