বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে জয় পেয়েছে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে পেরুকে।
A lone Lautaro Martinez strike gives @Argentina another win and consolidates their hold on second spot in @CONMEBOL #WorldCup | @SeleccionPeru pic.twitter.com/Bu2ZemzbFa
— FIFA World Cup (@FIFAWorldCup) October 15, 2021
খেলার ৪২তম মিনিটেই খেলার ফলাফল নির্ধারিত হয়ে যায়। নাহুয়েল মলিনার কাছ থেকে আসা বলে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজের দুর্দান্ত হেড পেরুর জালে বল প্রবেশ করে।
প্রথমার্থে ১-০ গোলে পিছিয়ে থাকা পেরু ৬৫তম মিনিটে জেফারসন ফারফানকে গোলরক্ষক মার্তিনেস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ইয়োশিমার ইয়োতুন পেনাল্টি মারেন ক্রসবারে ।
ম্যাচের শেষ দিকে রদ্রিগেজ দ্বিতীয় গোল করলেও পেরুর ফুটবলারকে ফাউল করলে গোলটি বাতিল হয়। ফলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।