লিওনেল মেসির জোড়া গোলে হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। ম্যাচের অন্য একটি গোল করেন মার্টিনেস।
আজ বাংলাদেশ সময় শনিবার সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে হারিয়ে দিয়ে বিশ্বকাপের আগে নিজেদের জানান দিল আর্জেন্টিনা। প্রথমার্ধের ১৬ মিনিটে লাউতারো মার্টিনেসের গোলে এগিয়ে যায় লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
এরপর বিরতিতে যাওয়ার আগে প্রথমার্ধের অতিরিক্ত ২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন লিওনেল মেসি। এরপর বিরতির পর ৬৯ মিনিটে দ্বিতীয় গোল করেন আর্জেন্টিনার এই সুপারষ্টার।
ম্যাচে ৬৮ ভাগ বল দখলে রেখে মোট ১৭টি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে হণ্ডুরাস ২ শট নিলেও একটিও আর্জেন্টিনার কাজে লাগাতে পারেনি।
আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় জামাইকার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।