Bangladesh women's football team return home

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ বুধবার দুপুর দেড়টার দিকে দলটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায়।

এদিকে নারী ফুটবল দলকে স্বাগত জানাতে আগে থেকেই হাজার হাজার ফুটবলভক্ত বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে থাকেন। এছাড়া বিমানবন্দরে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের অভ্যর্থনা জানান। এ সময় তাদের মিষ্টি খাইয়ে ফুল দিয়ে বরণ করা হয়।

বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে নারী ফুটবল দলকে নিয়ে যাওয়া হচ্ছে বাফুফে ভবনে। সেখানে দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ইতিমধ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, সাফ আসরে মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফাইনালে কৃষ্ণা রানী সরকার দুটি ও শামসুন্নাহার একটি গোল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here